দৈনিক-সমাচার, ডিজিটাল ডেস্ক : পাঞ্জাব থেকে দিল্লির দিকে যাচ্ছেন প্রায় ৫০ হাজার কৃষক। গতকাল মধ্যরাতে হরিয়ানার সোনিপতে তাঁদের উপর ছাড়া হয়েছে জলকামান। কিন্তু তাতেও তাঁদের থামানো যায়নি। শিশু, মহিলা, বৃদ্ধ, কে নেই সেই মিছিলে। উদ্দেশ্য একটাই। ভারতের রাজধানীতে পৌঁছে মোদী সরকারের আনা তিনটি কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ দেখানো যাতে সরকার আইন বদলাতে বাধ্য হয়।
পাঞ্জাব ছাড়াও আরও ৫টি রাজ্য থেকে আসছেন কৃষকরা। হরিয়ানা, উত্তরাখণ্ড, রাজস্থান, উত্তরপ্রদেশ ও কেরলের কৃষকরা পা মিলিয়েছেন এই অভিযানে। তাঁদের রাস্তায় বাধা হয়ে দাঁড়িয়ে পুলিশের ব্যারিকেড, জলকামান ও কাঁদানে গ্যাস। সেসব কিছু উপেক্ষা করেই পথ হাঁটছেন তাঁরা। এই মিছিলের নেতৃত্বে থাকা কৃষক সংগঠনগুলির দাবি, আজ সন্ধ্যার মধ্যেই দিল্লি সীমান্তে গিয়ে উপস্থিত হবেন তাঁরা। হরিয়ানার সোনিপতে পাঞ্জাব থেকে আসা এই কৃষকদের মিছিলে জলকামান দাগা হয়েছে। কিন্তু তারপরেও পুলিশের সঙ্গে আলোচনা চালিয়েছেন তাঁরা।