Saturday, September 21, 2024
Latest Newsদেশফিচার নিউজ

যত দোষ তবলীগের! এদিকে হিন্দু ধর্মগুরুর শেষকৃত্যে কয়েক হাজার মানুষের সমাগম

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মাসখানেক আগে তবলীগের জমায়েত থেকে করোনা ছড়ানোর অভিযোগ তুলে সোচ্চার হয়েছিলেন অনেকেই। সেসব ভুলে এইবার এক ধর্মীয় গুরুর মৃত্যুতে জমায়েত করলেন কয়েক হাজার মানুষ! রবিবার মারা যান ৮২ বছরের দেব প্রভাকর শাস্ত্রী বা ‘দাদাজি’। তিনি এক স্বঘোষিত ধর্মগুরু ছিলেন। তাঁর বহু শিষ্য ও অনুগামী ছিল দেশজুড়ে।

মধ্যপ্রদেশের কাটনির এই ঘটনায় শিকেয় উঠল সামাজিক দূরত্ব মানার নিয়ম। কংগ্রেস, বিজেপি দুই দলেরই নেতামন্ত্রীদের পাশাপাশি বলিউড সেলিব্রিটি, কে ছিলেন না সেই জমায়েতে! যদিও জেলা প্রশাসনের যুক্তি, লকডাউনের সমস্ত রকম সরকারি নিয়ম মেনেই নাকি আয়োজিত হয়েছিল এই জমায়েত।

কাটনি জেলার ম্যাজিস্ট্রেট শশীভূষণ সিং যদিও বলেছেন, “কেউ নিয়ম অমান্য করেননি। সোশ্যাল ডিসট্যান্সিংয়ের নিয়ম মেনেই সবকিছু করা হয়েছে।” মধ্যপ্রদেশের প্রধানমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান, বিজেপির কৈলাস বিজয়বর্গীয়, দিগ্বিজয় সিংহ, কংগ্রেস নেতা কমল নাথ– সকলেই উপস্থিত ছিলেন দাদাজির শেষযাত্রায়। অভিনেতা আশুতোষ রানাকেও দেখা যায় সেই ভিড়ে।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!