Friday, March 14, 2025
Latest Newsদেশফিচার নিউজ

জয়শ্রীরাম না বলায় মুসলিম যুবককে মারধর! কাঠগড়ায় বজরং দল

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : জয়শ্রীরাম না বলায় ফের মুসলিম যুবককে মারধরের অভিযোগ উঠল বজরং দলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিজেপি জোট শাসিত বিহারের মোতিহারির মেহসি গ্রামে।

মঙ্গলবার বৃষ্টি হচ্ছিল। লোডশেডিংও হয়ে যায়। তাই মেহসি গ্রামেই তার এক বন্ধুর বাড়িতে মোবাইল চার্জ দিতে যাচ্ছিল ১৮ বছর বযসি মুহাম্মদ ইসরাইল নামে এক যুবক। সেই সময় বজরং দলের বাহিনী তাকে পথ আটকে জোর করে জয়শ্রীরাম বলতে বলে।

সে জয়শ্রীরাম না বলতে চাওয়ায় তাঁকে বেধড়ক মারধর করা হয়। তাঁর গলা, ঘাড়ে ও মাথায় ব্যাপক ছুরির আঘাত নিয়ে ইসরাইল এখন জীবনধারায় এক হাসপাতালে প্রথমে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়।

ইসরাইলের আত্মীয়দের অভিযোগ, পুলিশ এই কেস নথিভুক্ত করতে চাইনি। যদিও আক্রমণকারীদের মধ্যে ইসরাইল চারজনকে শনাক্ত করতে পেরেছে বলে তারা জানিয়েছেন। তবে, পুলিশ এই ঘটনায় ৬ জনের বিরুদ্ধে এফআইআর করেছে বলে জানা গেছে।

এ ব্যাপারে হাসপাতালের বেডে শুয়ে ইসরাইল এক সংবাদমাধ্যমকে জানায়, মাথনি মোড়ের দিকে সে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন গোপাল তাকে থামায়। গোপালের সঙ্গে বেশ কয়েক সঙ্গীও ছিল। তখন গোপাল জোর করে ইসরাইলকে জয়শ্রীরাম বলতে বলে।

ইসরাইল যখন জয়শ্রীরাম বলতে অস্বীকার করে তখন প্রায় জনা দশেক লোক তাকে আক্রমণ করে এবং অচৈতন্য অবস্থায় রাস্তায় ফেলে চলে যায়। আক্রমণকারীরা মারধরের পর মারা গেছে বলে ইসরাইলকে ফেলে রেখে পালিয়ে যায়। আহত অবস্থায় ইসরাইলকে মেহসির সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ইসরাইল ছজন আক্রমণকারীকে শনাক্ত করেছে। তারা হল, রামগোপাল, রাহুল বানারওয়াল, লাখান, প্রিন্স, অভিষেক ও নীতেশ সিং। ওরা সবাই নিকটবর্তী বাথনা গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। ইসরাইলের বন্ধুবান্ধবরা বলছে, এরা এলাকায় বজরং দলের সক্রিয় সদস্য বলে পরিচিত।

ঘটনার পর এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। এ বিষয়ে মেহসি থানার ইনচার্জ অবিনাশ কুমার সংবাদ মাধ্যমকে বলেছেন, ঘটনাটি ঘটেছে ২ জুন। অভিযোগ পাওয়ার পর এফআইর দায়ের হয়েছে। তদন্ত চলছে।

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!