দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিহারে বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোটগ্রহণের আগেই ফের চলল গুলি। বিহারের মুঙ্গেরে দুর্গা বিসর্জন ঘিরে সংঘর্ষে নিহত হলেন ১ জন। জখম হয়েছেন আরও ৩ জন। সোমবার রাতে বিহারের মুঙ্গের দুর্গা প্রতিমা বিসর্জন ঘিরে উত্তাল হয়ে প্রথমে সুই পক্ষের মধ্যে বাতানুবাদ তৈরি হয়। এই বাতানুবাদ ক্রমেই হাতাহাতিতে পৌঁছায়। দুইপক্ষের সংঘর্ষের জেরে গুলিতে প্রান হারান ১ জন।
এদিনের এই ঘটনায় সংঘর্ষ থামাতে এগিয়ে আসে পুলিশ। পুলিশ গুলি চালাতে বাধ্য হলে মৃত্যু হয় ১ জনের। মৃতের আত্মীয়রা পুলিশের গুলিতে মৃত্যু হওয়ার অভিযোগ এনেছেন।
উল্লেখ্য, এর আগে বিহারের পাটনা, শিবহর, পূর্ণিয়া জেলায় কখনও প্রার্থীকে খুন করা হয়েছে। আবার কখনও বিভিন্ন রাজনৈতিক সংঘর্ষ ছড়িয়েছে। বিহারে বুধবার থেকে শুরু হচ্ছে বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোটগ্রহণ। এর আগেই একের পর এক জেলা উত্তপ্ত হয়ে উঠেছে। সম্প্রতি মুঙ্গের ও জামুই জেলার সীমান্তে মাওবাদী হামলার রুখতে বিরাট অভিযান চালায় পুলিশ ও কোবরা বাহিনি।