Tuesday, December 3, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

‘টাইম ফর প্যাক আপ!’ মদন মিত্রর ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট, তৃণমূল ছাড়ার ইঙ্গিত?

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ফের শিরোনামে রাজ্যে তৃণমূল সরকারের প্রাক্তন পরিবহণ মন্ত্রী মদন মিত্র। শনিবার রাত পৌনে দশটা নাগাদ সেই মদন মিত্র হঠাৎ একটি ফেসবুক পোস্ট করেন। তাতে দেখা যাচ্ছে, একটা গেরুয়া ঘেঁষা রঙের কাট স্লিভ জ্যাকেট পরে রয়েছেন তিনি। হাতে চায়ের কাপ নিয়ে চুমুক দিচ্ছেন। চোখে কালো চশমা। আর সেই ফেসবুক পোস্টের ক্যাপশনে লিখেছেন ‘টাইম ফর প্যাক আপ!’

প্যাক আপ মানে কি পাত্তারি গোটানোর কথা বলছেন তৃণমূল নেতা মদন মিত্র। তা হলে কীসের থেকে প্যাক আপ? স্বাভাবিক ভাবেই এ সব প্রশ্নে তাল গোল পাকাতে শুরু করে। মদন মিত্রর রাজনৈতিক হাতেখড়ি হয়েছে কংগ্রেসে। পরে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস গঠন করলে প্রথম দিন থেকেই তার সৈনিক তিনি।

পরে অবশ্য চিট ফান্ড কাণ্ডে গ্রেফতার হন মদন। প্রায় সাড়ে তিন বছর জেলে ছিলেন তিনি। জেল থেকে বেরিয়ে অবশ্য রাজনীতিতে আর তেমন কোনও প্রাসঙ্গিকতা ফিরে পাননি ভবানীপুর চত্বরের এই নেতা। অনেকে বলেন, তৃণমূলে ব্রাত্য হয়ে গিয়েছেন মদন মিত্র। ফলে এদিন তাঁর ফেসবুক পোস্ট দেখেই কৌতুহল তৈরি হয়েছে বহু লোকের মধ্যে। বাংলায় ভোট আসছে। দল বদলের মরশুম চলছে। তেমন কিছু নাতো!

 

Leave a Reply

error: Content is protected !!