দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দেশের মেইনস্ট্রিম মিডিয়া যে বিকিয়ে গিয়েছে, তা কিছু ঘটনায় আলোকপাত করলেই স্পষ্ট বোঝা যায়। সর্বভারতীয় ইংরেজি চ্যানেল টাইমস নাও মার্কিন যুক্তরাষ্ট্রে চলমান আন্দোলনে বাচ্চাদের অংশগ্রহণের দেদার প্রশংসা করেছে। অথচ, এর আগে এই টাইমস নাও শাহীনবাগে নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী ধর্নামঞ্চে বাচ্চাদের যোগ দেওয়া নিয়ে তুমুল সমালোচনা করে আন্দোলনকারীদের কাঠগড়ায় তুলেছিল।
চলতি বছরের শুরুতে শাহীনবাগে যখন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ চলছিল, তখন বিপুল সংখ্যক শিশুও এই বিক্ষোভে অংশ নিয়েছিল। এ সময় এই শিশুরা তাদের দাবি রেখে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে স্লোগান দেয়। টাইমস নাও শিশুদের এইরকম প্রতিবাদে অংশ নেওয়া এবং সরকারের বিরুদ্ধে স্লোগান দেওয়াকে ভুল বলে আখ্যা দিয়েছিল। চ্যানেলটি তখন অভিযোগ করেছিল যে, বিক্ষোভের সময় শিশুদের ব্যবহার করা হচ্ছে, যা বন্ধ করা উচিত।
চ্যানেলটি সেই সময়ে ‛স্পিয়ার দ্য কিডস’ নামে একটি হ্যাশট্যাগ চালিয়েছিল। তবে এখন এই চ্যানেল আমেরিকায় চলমান আন্দোলনে বাচ্চাদের যোগ দেওয়ার বিষয়টিকে প্রশংসার যোগ্য বলে প্রচার করছে। ৬ জুন, টাইমস নাও তাদের ওয়েব পোর্টালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিবাদের বিষয়ে একটি স্টোরি প্রকাশ করেছে। এই স্টোরিতে ভাইরাল হওয়া একটি কালো মেয়ের কথা উল্লেখ করা হয়েছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে ওই মেয়েটিকে ‛নো জাস্টিস, নো পিস’ শ্লোগান দিতে দেখা গিয়েছিল।
নিজেদের স্টোরিতে টাইমস নাও কালো মেয়েটির দেদার প্রশংসা করেছে। চ্যানেলটির বিশ্বাস, বাচ্চাদের কাছ থেকে যখন এইরকম একটি প্রতিবাদ আসে তখন তা খুবই কার্যকর হয়, যা পুরো বিশ্ব শুনে থাকে। এখন প্রশ্ন হল, চ্যানেলটি কেন শাহীনবাগের বাচ্চাদের এই কার্যকর কণ্ঠকে দমন করতে চেয়েছিল? চ্যানেল কেন চায়নি যে, শাহীনবাগের বাচ্চাদের কণ্ঠস্বর বিশ্ব শুনুক? টাইমস নাওয়ের এই দ্বিচারিতা দেখে সাংবাদিক মোহাম্মদ জুবায়ের সমালোচনা করে একটি ট্যুইট করেছেন। তিনি লিখেছেন, ‛বাহ! টাইমস নাও শাহীনবাগের প্রতিবাদের সময় ‛স্পিয়ার দ্য কিডস’ নামে একটি হ্যাশট্যাগ চালিয়েছিল। আমেরিকাতে #NoJusticeNoPeace এর স্লোগান দেওয়ার জন্য তারা এখন ছোট মেয়েটির প্রশংসা করছে। কিউট, তাই না?’