দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: সবে মাত্র কুরসিতে বসেছেন। আর বসেই বিতর্কিত মন্তব্য করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত। যেন মনে হচ্চে বিজেপি হতে হলে বিতর্কিত মন্তব্য করা বাধ্যতামূলক। মহিলাদের রিপড বা ছেঁড়া জিনস পরা নিয়ে করা তাঁর আলটপকা মন্তব্য ঘিরে দেশজুড়ে প্রতিবাদ হতে দেখা গিয়েছে। চাপে পড়ে অবশেষে সেই মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন তিনি। তবে কার্যত নিজের বক্তব্যে অনড়ও থাকলেন।
শুক্রবার তিনি জানিয়ে দিলেন, কারও ভাবাবেগে আঘাত করে থাকলে তিনি ক্ষমাপ্রার্থী। তবে মহিলাদের জিনস পরায় আপত্তি থাকলেও ছেঁড়া জিনস পরার পক্ষে যে তিনি নেই, তাও পরিষ্কার করে দিয়েছেন তিরথ সিং। এদিন তিনি সাফ জানিয়ে দেন, মহিলাদের জিনস পরায় আমার আপত্তি নেই। কিন্তু ছেঁড়া জিনস পরার পক্ষে নই আমি।
সেই সঙ্গে নিজের ছোটবেলার প্রসঙ্গ তুলে তাঁকে বলতে শোনা যায়, যখন ছোট ছিলাম, প্যান্ট ছিঁড়ে গেলে ভয় পেতাম। মনে হত স্কুলে গেলে শিক্ষকরা বকবেন। আমাদের শৃঙ্খলাবোধ আমাদের শিখিয়েছে পোশাক ছিঁড়ে গেলে তা সেলাই করেই পরা উচিত।
প্রসঙ্গত, তিরথ সিং রাওয়াতের স্ত্রী রশ্মি ত্যাগী রাওয়াত স্বামীর সমর্থনে ভিডিও বার্তায় জানিয়েছেন, ওঁর বক্তব্যকে ভুল বোঝা হয়েছে।