Thursday, September 19, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

ধনকরকে সরাতে বিধানসভায় রেজ‍্যুলিউশন পাশে তোড়জোড় তৃণমূলের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক:
রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে পশ্চিমবঙ্গের শাসকদলের সম্পর্ক আদায়-কাঁচকলায় বললেও কম বলা হয়। ধনখড়কে সরানোর দাবি জানাতে এবার তাই বিধানসভায় রেজ‍্যুলিউশন পাশ করাতে চলেছে তৃণমূল। এ নিয়ে নাকি ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জির সঙ্গেও এ নিয়ে কথাবার্তা বলেছেন। প্রসঙ্গত, রাজ্যের বিধানসভা অধিবেশন শুরু হবে ২ জুলাই।

মঙ্গলবার বিমানবাবু লোকসভার স্পিকার ওম বিড়লাকে বিধানসভার কাজ এবং সংসদীয় কাজকর্মে রাজ্যপালের অতিরিক্ত নাক গলানো নিয়ে অভিযোগ করেছেন। বিমানবাবু বলেন, ‘বিধানসভায় পাশ হওয়া সত্ত্বেও বহু বিল এখনও পড়ে আছে, কারণ রাজ্যপাল তাতে স্বাক্ষর করেননি। পশ্চিমবঙ্গের ইতিহাসে এমন কখনও হয়নি।’

বুধবার বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূল নেতা প্রসূন ব্যানার্জি। তিনি বলেন, ‘বাংলার রাজ্যপালের কাজকর্ম দেখার পর আমার মনে হয়েছে, রাজ্যপাল পদটাই তুলে দেওয়া উচিত।’ রাজ্যপাল এক ‘বিশেষ’ রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে কাজ করছেন, এ কথা বার বার বলে এসেছে এ রাজ্যের শাসকদল।
প্রত্যাশামতোই জগদীপ ধনকরের কর্মকাণ্ডের সমর্থন করে চলেছেন বাংলার বিজেপি নেতারা। গেরুয়া শিবিরের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছে, রাজ্যপাল বাংলার আইন-শৃঙ্খলা অবনতির বিষয়টি জনসমক্ষে তুলে ধরছেন, তাই তাঁকে নিয়ে তৃণমূলের এত রাগ।

Leave a Reply

error: Content is protected !!