Friday, March 14, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

বাংলার ভোটে আজ ফ্রাইডে ব্লকব্লাস্টার! আজই প্রার্থী তালিকা ঘোষণা করবে সব দল

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বাংলার ভোটে আজ শুক্রবার যেন ফ্রাইডে ব্লকব্লাস্টার! আজ বাংলার যুযুধান সব পক্ষেরই প্রথম তালিকা প্রকাশিত হবে। একসঙ্গে বড় বাজেটের দু-তিনটে ছবি মুক্তি পেলে যেমন হয়!

 

তৃণমূলের একটি সূত্র দাবি করছে, আজ দিদি ২৯৪টি আসনের জন্য পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করে দেবেন। বিজেপি অবশ্য ঘোষণা করবে প্রথম দু’দফার ভোটের ৬০ জন প্রার্থীর নাম। বাম-আব্বাস জোটেরও সেই পথে হাঁটার সম্ভাবনা রয়েছে।

কংগ্রেসের সঙ্গে আইএসএফ নেতা আব্বাস সিদ্দিকির আসন সমঝোতার বিষয়টি এখনও অমীমাংসিত রয়েছে। তবে গোড়ায় যে সব কেন্দ্রে ভোট গ্রহণ হবে সেখানে আসন বন্টন নিয়ে তিন শরিকের মধ্যে কোনও মতান্তর নেই। ফলে বামেরা ঠিক করেছেন, আজই তাঁরা প্রথম তালিকা ঘোষণা করে দেবেন। বামেরাও কমবেশি ৬০ জন প্রার্থীর নাম ঘোষণা করতে পারেন।

 

Leave a Reply

error: Content is protected !!