দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ভোটে বিক্ষিপ্ত অশান্তির সম্ভাবনা। তা থেকে নিজেকে রক্ষা করতে ভোটের দিন সকালে হেলমেট পরে বাড়ি থেকে বের হন নাটাবাড়ি বিধানসভার তৃণমূল প্রার্থী ও বিদায়ী বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ। হেলমেট পরেই এলাকা পরিদর্শন শুরু করেছেন তিনি। যদিও রবীন্দ্রনাথ ঘোষের দাবি, ঝড়-শিলাবৃষ্টি হতে পারে, তাই হেলমেট পরেছি।
উল্লেখ্য, আজ রাজ্যে পাঁচটি জেলার ৪৪টি আসনে চলছে ভোটগ্রহণ। সকাল সকাল বিভিন্ন কেন্দ্রে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া এসেছে।