Wednesday, March 12, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

প্রতারক দেবাঞ্জনের সঙ্গে রাজ্যপাল জগদীপ ধনকরের যোগ, ছবি প্রকাশ করে দাবি তৃণমূলের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: প্রতারক দেবাঞ্জনের সঙ্গে কি রাজ্যপাল জগদীপ ধনকরেরও যোগ ছিল? একের পর এক ছবি দেখিয়ে সেই প্রশ্নই তুলে দিলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। বৃহস্পতিবার তৃণমূল ভবনের সাংবাদিক সম্মেলন থেকে একাধিক ছবি প্রকাশ করেছেন সাংসদ। যেখানে দেখা গিয়েছে, দেবাঞ্জন দেবের দেহরক্ষী রাজভবনে রাজ্যপালের পরিবারের সঙ্গে ছবি তুলেছেন। এমনকী, দেহরক্ষীর হাত দিয়ে বিশেষ খাম রাজ্যপালের কাছে যেত বলেও অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ।

দেবাঞ্জন দেবের দেহরক্ষী ছিলেন অরবিন্দ বৈদ্য, প্রাক্তন বিএসএফ জওয়ান। যাঁর সঙ্গে দেবাঞ্জনের একাধিক ছবি রয়েছে। আবার সেই অরবিন্দের সঙ্গে ছবি রয়েছে রাজ্যপাল জগদীপ ধনকড়েরও। রাজ্যপালের পরিবারের সঙ্গেও অরবিন্দের ছবি রয়েছে। এদিন সেই সমস্ত ছবি প্রকাশ্যে আনেন সাংসদও। যা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

 

এর পরই সেই ছবি দেখিয়ে তৃণমূল সাংসদের প্রশ্ন, “একজন প্রতারক কীভাবে রাজভবনে ঢুকলেন? তৃণমূলের দাবি, শোনা গিয়েছে এর মাধ্যমে রাজ্যপালের কাছে কিছু খাম বা উপহার যেত। এর পর সাংসদের দাবি, “যদি প্রমাণ হয় ওই সিকিউরিটির সঙ্গে রাজ্যপালের কোনও সম্পর্ক রয়েছে তাহলে তা দেশের গণতন্ত্রের ইতিহাসে অত্যন্ত ভয়ঙ্কর।” স্বাভাবিকভাবেই তৃণমূল সাংসদের এই দাবি নিয়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

এতদিন জাল টিকা কাণ্ডের পাণ্ডা দেবাঞ্জনের সঙ্গে তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীর ছবি প্রকাশ্যে এনে রাজ্যের শাসকদলের উপর চাপ তৈরি করেছিল বিজেপি। এবার উলটো চাপ তৈরির কাজ শুরু করল তৃণমূলও।

উল্লেখ্য, গতকালই সাংবাদিক সম্মেলন থেকে জাল টিকাকাণ্ডের পিছনে বিজেপির চক্রান্ত থাকতে পারে বলে ইঙ্গিত করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরহাদ হাকিমের সঙ্গে দেবাঞ্জনের ছবি নিয়েও মুখ খুলেছিলেন তিনি। এবার পালটা রাজ্যপালের সঙ্গে প্রতারক দেবাঞ্জনের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলে দিল তৃণমূল।

Leave a Reply

error: Content is protected !!