দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: করোনার টিকা দেওয়াকে কেন্দ্র করে বিশৃঙ্খলার জেরে গ্রেফতার মুর্শিদাবাদের ডোমকল পুরসভার তৃণমূল কাউন্সিলর প্রদীপ চাকি। শনিবার ওই তৃণমূল নেতাকে বহরমপুর সিজেএম আদালতে তোলা হল। আগামী সোমবার পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন সিজেএম আদালতের বিচারক।
শুক্রবার মুর্শিদাবাদের ডোমকলের মহকুমা শাসকের দপ্তর চত্বরে হকারদের টিকাকরণ চলছিল। অভিযোগ, সেই সময় কয়েকজন হকারের নাম লিখে পাঠান পুরসভার কাউন্সিলর প্রদীপ চাকি। সেই তালিকা অবৈধ বলে বাতিল করে দেন ডোমকলের মহকুমা শাসক রাজীব মণ্ডল। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে মহকুমা শাসককে ঘেরাও করেন ওই তৃণমুল কাউন্সিলর। অভিযোগ, তৃণমূল কাউন্সিলর মহকুমা শাসককে হেনস্তা করেন তিনি। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ডোমকলের মহকুমা শাসক থানায় অভিযোগ দায়ের করেন। তার জেরে গ্রেপ্তার হন ওই কাউন্সিলর। শনিবার তাকে সিজেএম আদালতে তোলা হয়। আগামী সোমবার পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন সিজেএম আদালতের বিচারক।
গত বছরের মার্চ থেকে করোনা আতঙ্কে ত্রস্ত গোটা বিশ্ব। টিকা কবে আসবে, সেদিকেই তাকিয়ে ছিলেন প্রায় প্রত্যেকে। বর্তমানে বহু প্রতীক্ষিত ভ্যাকসিন পাওয়া গিয়েছে। যদিও চাহিদার তুলনায় রাজ্যে তার জোগান সামান্য বলেই অভিযোগ উঠেছে। তাই বেশ কয়েকদিন প্রথম ডোজের টিকাকরণ দেওয়া বন্ধ ছিল। তার ফলে টিকাকরণ নিয়ে অসন্তোষ তৈরি হচ্ছে। বর্তমানে যদিও কলকাতা পুরসভায় আবারও প্রথম ডোজের টিকাকরণ শুরু হয়েছে।