দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: রবিবার বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্কিত মন্তব্যটি করেছিলেন। নতুন দায়িত্ব পাওয়া বিজেপির কেন্দ্রীয় সম্পাদক বলেছিলেন, তাঁর করোনা হলে, প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরবেন। মুখ্যমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে জেরে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল। শিলিগুড়িতে এই এফআইআর দায়ের করেছে তৃণমূলের উদ্বাস্তু সেল। এদিন তৃণমূলের এই সংগঠনের তরফ থেকে শিলিগুড়ি কমিশনারেটের সামনে বিক্ষোভও দেখানো হয়। যদিও এনিয়ে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন অনুপম হাজরা। বিতর্কিত মন্তব্যের জন্য অনুপম হাজরার গ্রেফতারের দাবিও তোলা হয়।
যদিও এই এফআইআরের খবর কানে যেতেই পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন অনুপম। তিনি বলেছেন, তাঁর বিরুদ্ধে একটা এফআইআর হলেও, মমতা বন্দ্যোপাধ্য়ায় যতগুলো লাশ কেরোসিনে পুড়িয়েছেন ততগুলো এফআইআর তাঁর বিরুদ্ধে দায়ের করা হবে।