দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : রাতারাতি বিক্রি হয়ে গিয়েছে শাসকদলের পার্টি অফিস। আর তাতে অভিযুক্ত দলেরই এক স্থানীয় নেতা। এমনই অবাক করা কাণ্ড ঘটেছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে। সেখানকার গঙ্গামাড়ো গ্রামে অভিযোগ উঠেছে, কোলাঘাট পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা বর্তমান তৃণমূল নেতা মানবকুমার সামন্ত আট লাখ টাকার বিনিময়ে পার্টি অফিস বিক্রি করেছেন।
স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীদের দাবি, কোলাঘাটের গঙ্গামাড়োতে তৃণমূল কংগ্রেসের একটি দীর্ঘদিনের পার্টি অফিস ছিল। এই অফিস থেকেই গত লোকসভা নির্বাচনে কাজ হয়েছে। এখন আচমকাই জানা যাচ্ছে, ওই অফিস বাড়িটি বিক্রি করে দেওয়া হয়েছে। কিনেছেন বাখানবেড়িয়ার বাসিন্দা শেখ রাজা। অভিযুক্ত নেতা মানবকুমার সামন্তর বক্তব্য, ওই জমি তাঁর নিজের। তাই নিজে বিক্রি করে দিয়েছেন। এনিয়ে কারও কিছু বলার নেই।