দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : এতদিন চলছিল শোকজ পর্ব। এবার আমফানের ক্ষতিপূরণ নিয়ে দুর্নীতি সামনে আসায় সাঁকরাইল তৃণমূল নেতাকে সাসপেন্ড করল দল। তিনি হলেন সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সদস্য জয়ন্ত ঘোষ। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এ কথা জানালেন হাওড়া জেলার তৃণমূল সভাপতি অরূপ রায়। তিনি জানান, দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।