দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বর্তমানে তিনি জঙ্গিপুর লোকসভা আসনের সাংসদ। আসন্ন লোকসভা ভোটে আবারও তাকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই জোরদার প্রচার শুরু করেছেন খলিলুর রহমান। কিন্তু জানেন কি, গত পাঁচ বছরে দিল্লিতে লোকসভায় একাধিক দাবি উত্থাপন করলেও বাস্তবে সাংসদ খলিলুরের একটি ছাড়া কোনও দাবিকেই মান্যতা দেয়নি কেন্দ্রীয় সরকার?
তথ্য উপাত্ত বলছে, সংসদে ৫ বছরে মাত্র ১৮টি বিতর্কে অংশ নিয়েছেন এবং স্থানীয় সমস্যা নিয়ে ১২টি প্রশ্ন করেছেন খলিলুর। কিন্তু ১২ নম্বর (পুরনো ৩৪ নম্বর) চার লেনের জাতীয় সড়কে উমরপুর ও ধুলিয়ান ডাকবাংলোয় দু’টি উড়ালপুল নির্মাণ ছাড়া অন্যান্য সব দাবিকেই নানা অছিলায় নস্যাৎ করেছে কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকার।