Friday, November 22, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

করোনা মোকাবিলায় মন দিন, সোনিয়ার পাশে দাঁড়িয়ে নাড্ডাকে পাল্টা তোপ মহুয়ার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দেশের করোনা পরিস্থিতির দিকে মন দিন। সোনিয়া গান্ধীকে লেখা জেপি নাড্ডার চিঠির জবাবে পাল্টা নিশানা করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। তিনি টুইটে জেপি নাড্ডাকে নিশানা করে লিখেছেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে করোনা পরিস্থিতি মোকাবিলায় আরও সক্রিয় হওয়ার কথা কেন বলছেন না। এই নিয়ে জেপি নাড্ডাকে পাল্টা সওয়াল করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী।

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে কড়া ভাষায় চিঠি লিখেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। করোনা পরিস্থিতিতে কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন িতনি। তিনি অভিযোগ করেছেন কিছু কংগ্রেস নেতা ভাল কাজ করছেন কিন্তু দলের প্রথম সারির নেতারা একেবারেই ঠিক কাজ করছেন না। তাঁরা বাকিদের কাজও পণ্ড করে দিচ্ছেন।

সোনিয়া গান্ধীকে লেখা চিঠি নিয়ে পাল্টা নাড্ডাকে নিশানা করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। নাড্ডাকে নিশানা করে মহুয়া মৈত্র বলেছেন, এই চিঠিটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লিখলে ভাল করতেন জেপি নাড্ডা। দেশের করোনা পরিস্থিতি মোকাবিলায় আরও তৎপর হতে বলতে পারতেন। প্রসঙ্গত উল্লেখ্য দেশের এই করোনা পরিস্থিতির জন্য বিজেপিকেই দায়ী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা দখলের জন্য রাজ্যে করোনা ছড়িয়েছেন বিজেপি।

দেশের করোনা পরিস্থিতি ভয়াবহ হওয়ার নেপথ্যে বিজেপি সরকার দায়ী বলে নিশানা করেছে কংগ্রেস। রাহুল গান্ধী থেকে শুরু করে সোনিয়া গান্ধী সকলেই মোদী সরকারকে দেশের করোনা পরিস্থিতির জন্য দায়ী করেছেন। মোদী সরকার দেশের মানুষকে না বাঁচিয়ে বিদেশে ভ্যাকসিন পাঠাচ্ছে বলে একাধিকবার অভিযোগ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দিল্লির ভয়াবহ করোনা পরিস্থিতির জন্যও মোদী সরকার দায়ী বলে নিশানা করেছেন রাহুল।

চিঠিতে জেপি নাড্ডা লিখেছেন মহামারীর বিরুদ্ধে যখন গোটা দেশ লড়াই করছে তখন কংগ্রেসের গুটি কয়েক নেতা ভুল খবর ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে চলেছে। মানুষকে আতঙ্কিত করে চলেছেন তাঁরা। শুধু মাত্র রাজনীতির স্বার্থে দেশের এই কঠিন পরিস্থিতিতে এই সব কথা প্রচার করছেন কংগ্রেস নেতারা।

Leave a Reply

error: Content is protected !!