Thursday, March 13, 2025
Latest Newsদেশফিচার নিউজ

“বিজেপি নেতা মানেই চূড়ান্ত কাপুরুষ!”, হাথরস গণধর্ষণ কাণ্ডে খোঁচা নুসরতের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: হাথরাস গণধর্ষণ কাণ্ড উত্তাল সারা দেশ। জিভ কেটে, শিড়দাঁড়ার হাড় ভেঙে এক দলিত তরুণীকে গণধর্ষণ করার হয়। ২ সপ্তাহ ধরে লড়াইয়ের পর অবশেষে মৃত্যু হয় ওই তরুণীর। রাজ্যে বার বার এমন কাণ্ডে তীব্র চাপে যোগী সরকার। হাথরসে নির্যাতিতার পরিবারের সাথে কাউকে দেখা করার অনুমতি পর্যন্ত দেয়নি যোগী সরকার। এমনকি ধর্ষকদের শাস্তি দেওয়ার বদলে আড়াল করছে উত্তরপ্রদেশের বিজেপি সরকার, এমনটাই অভিযোগ বিরোধীদের।

ঘটনায় ঘরে বাইরে চাপের মুখে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার। আন্দোলনের পথে নেমে পড়েছে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস। প্রতিবাদে মুখ খুলেছেন যোগীর দলের নেত্রী উমা ভারতীও । ঘটনার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মৌনতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন টলিউড অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান। এবার বিজেপি নেতাদের ‘কাপুরুষ’ আখ্যা দিলেন বসিরহাটের সাংসদ।

শনিবার টুইটারে ‘বিজেপি হটাও বেটি বাঁচাও’ হ্যাশট্যাগ (#BJPHataoBetiBachao) দিয়ে নুসরত লেখেন, “বিজেপি নেতা মানেই চূড়ান্ত কাপুরুষ! যে সংখ্যক মহিলা এবং দলিতদের নির্যাতন আপনার শাসনকালে হয়েছে, তা আর কতদিন লুকিয়ে রাখবেন নরেন্দ্র মোদিজি? আমরা আমৃত্যু লড়ে যাব।”

 

Leave a Reply

error: Content is protected !!