দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বেসরকারিকরণ ও মোদী সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপী বনধ ডেকেছে বামেরা। সেই বনধকে ইতিমধ্যে সমর্থন জানিয়েছে কংগ্রেস ও ওয়েলফেয়ার পার্টি। বামেদের ডাকা এই ধর্মঘটে তৃণমূল কংগ্রেসের অবস্থান স্পষ্ট করলেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। রবিবার বেহালায় এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ইস্যুগুলিকে সমর্থন করলেও বনধকে সমর্থন করেন না তাঁরা।
এদিন পার্থবাবু বলেন, ‘বনধ ও ধর্মঘট নিয়ে তৃণমূল কংগ্রেসের অবস্থান খুব স্পষ্ট। তৃণমূল কংগ্রেস বনধ ও ধর্মঘট সমর্থন করে না। তবে যে ইস্যুগুলিতে বনধ ডাকা হয়েছে তার প্রতি তৃণমূলের সমর্থন রয়েছে।’ তিনি জানিয়েছেন ২৬ নভেম্বরের বনধের দিনে জেলায় জেলায় তৃণমূল কংগ্রেস কর্মীদের পথে নামার নির্দেশ দেওয়া হয়েছে। বনধের ইস্যুগুলির সমর্থনে মিছিল করবেন তাঁরা।