দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : এই মুহূর্তে রাজ্যে বিধানসভা ভোট হলে ক্ষমতায় ফিরতে পারে তৃণমূলই, এমন ইঙ্গিত উঠে এল সিএনএক্স-এবিপি আনন্দের জনমত সমীক্ষায়। যদিও সমীক্ষার বলছে, শক্ত প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই পড়তে হবে মমতার দলকে। সমীক্ষা বলছে, এখন নির্বাচন হলে রাজ্যে তৃণমূল পেতে পারে ৩৮.৫০% ভোট এবং বিজেপির দিকে যেতে পারে ৩২.৭৪% ভোট।
তৃণমুল যেখানে ১৫৫ থেকে ১৬৩টি বিধানসভা আসন পেয়ে ক্ষমতা দখলে রাখতে পারে, সেখানে বিজেপি পেতে পারে ৯৭ থেকে ১০৫টি আসন। আর বাম-কংগ্রেস জোটের ঝুলিতে যেতে পারে ২২ থেকে ৩০টি আসন। তবে এই সমীক্ষা অনুযায়ী, কোনও দলকে সমর্থনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেননি ৯.৫৩% উত্তরদাতা।