দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বাংলাদেশি মুসলিমদের থেকে অসমীয়া মুসলিমদের আলাদা করতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে সেখানকার বিজেপি সরকার। মার্চ থেকে অসমে মুসলিমদের সনাক্ত করতে আর্থ সামাজিক গণনা শুরু করা হবে বলে জানিয়েছেন অসম মাইনরিটিস ডেভেলপমেন্ট বোর্ড চেয়ারম্যান মুমিনুল আওয়াল। তিনি বলেছেন, এই সেনসাসের উদ্দেশ্য হল পূর্বতন পূর্ব বাংলা অর্থাৎ বাংলাদেশ থেকে আগত মুসলিমদের আলাদা করা।
মুমিনুল আওয়াল জানান, দেশের মুসলিম এবং বাংলাদেশি মুসলিমদের নাম একই। সেই কারণে সরকার সমস্যায় পড়েছে। বিভিন্ন সরকারি প্রকল্পের প্রয়োগ নিয়ে সমস্যা হচ্ছে। কেননা অসম সরকার দেশের মুসলিমদের কল্যাণে বদ্ধপরিকর। সেজন্য তাদের আলাদা পরিচিতি থাকা জরুরি। এই সার্ভেতে গোরিয়া, মোরিয়া, দেশি এবং টি ট্রাইব ঝোলা কমিউনিটির দিকে নজর দেওয়া হবে। কেননা সরকার এঁদেরই দেশের বলে ধরে নিয়েছে।
সব খবর এইবার আপনার হোয়াটসঅ্যাপে! আমাদের গ্রুপে যুক্ত হোন বিনামূল্যে
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ