দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: সকাল থেকেই মেঘাচ্ছন্ন কলকাতার আকাশ। শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। গত দু’দিনের মতো ভারী বৃষ্টিপাত না হলেও, এদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। যে কোনও মুহূর্তে শহরের উপর ঝরে পড়তে পারে কয়েক পশলা বৃষ্টি। রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বর্ষণের সাক্ষী হবে উত্তরবঙ্গও।
এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রির কাছাকাছি। উল্লেখ্য, বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় দু’ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। জানা গিয়েছে, এই সপ্তাহজুড়েই বৃষ্টি হতে পারে কলকাতায়। জারি রয়েছে বজ্রপাতের সতর্কতাও।