দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: আইপিএল ২০২০-এর প্লে-অফে পৌঁছনোর আশা ক্ষীণ হলেও আজ রাজস্থান রয়্যালসকে হারাতে পারলে কিছুটা হলেও স্বস্তিতে থাকবে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। জটিল সমীকরণ কষে টুর্নামেন্টের নক আউটে পৌঁছে গেলেও যেতে পারে ইয়ন মর্গ্যান শিবির। আর তার জন্য সঠিক দল নির্বাচন প্রয়োজন। এমনই এক প্রেক্ষাপটে রাজস্থানের বিরুদ্ধে কেকেআরের আদর্শ একাদশ কী হতে পারে, তা দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।