Friday, November 22, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

আজ মোদী-মমতা বৈঠক, শুভেন্দুকে ডাকায় তীব্র আপত্তি মুখ্যমন্ত্রীর

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: আবারও কি কেন্দ্র এবং রাজ্যের মধ্যে তৈরি হচ্ছে সংঘাত? ঘূর্ণিঝড় ইয়াস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের আগে তেমনই পরিস্থিতি তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেস সূত্রের খবর, বৃহস্পতিবার রাতের দিকে জানানো হয়েছে যে বৈঠকে শুভেন্দু অধিকারী থাকলে মমতা যাবেন না। যদিও নবান্ন সূত্রে খবর, আপাতত মুখ্যমন্ত্রীর বৈঠকের সূচিতে কোনও পরিবর্তন হয়নি।

ইয়াসের ক্ষয়ক্ষতি পর্যালোচনার জন্য শুক্রবার দুপুরে কলাইকুন্ডায় বৈঠক হওয়ার কথা আছে মোদী এবং মমতার। প্রাথমিকভাবে শুধু বৈঠকে মোদী এবং মমতার থাকার কথা ছিল। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে জানানো হয়েছে, বৈঠকে থাকবেন রাজ্যপাল জগদীপ ধনখড়, কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু।

 

তৃণমূল সূত্রের খবর, ধনখড় এবং দেবশ্রীর নিয়ে কোনও আপত্তি জানাননি মমতা। কিন্তু শুভেন্দু কোন যুক্তিতে থাকবেন, তা নিয়েই বেঁকে বসেন মমতা। পুরো বিষয়টি রাজনৈতিক বৈঠকে পরিণত করার জন্যই শুভেন্দুকে ডাকা হয়েছে বলে মনে করছেন মমতা। সে বিষযে ইতিমধ্যে প্রধানমন্ত্রীর দফতরকে জানানো হয়েছে।

 

Leave a Reply

error: Content is protected !!