দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : দিল্লি দাঙ্গার তীব্র প্রতিবাদ জানালেন টলিউড অভিনেত্রী সুভদ্রা মুখার্জি। মৌখিক প্রতিবাদ নয়, অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায় আনুষ্ঠানিকভাবেই পদত্যাগ করেছেন বিজেপি-র সদস্যপদ থেকে। তাঁর কথায়, ‛মোদীজিকে দেখে প্রলুব্ধ হয়ে রাজনীতিতে এসেছিলাম, সেগুলি আর চোখের সামনে দেখতে পাচ্ছি না। সবকিছু বিধ্বংসী লাগছে। ২০১৯-এর পরে যেন সব বদলে গেছে।’
২০১৩ সালে বিজেপিতে জয়েন করেছিলেন এই অভিনেত্রী। এরপর থেকে রাজ্য বিজেপির যেকোনও অনুষ্ঠানেই দেখা মিলত অভিনেত্রীর। সেই সময় নরেন্দ্র মোদির কথায় দেশের জন্য কিছু করার জন্যই বিজেপিতে গিয়েছিলেন টলিউডের অভিনেত্রী সুভদ্রা। কিন্তু তিনি নিজেকে এই দলের সঙ্গে আর যুক্ত রাখতে চান না। তাই পদত্যাগ করলেন সুভদ্রা। সক্রিয় রাজনীতি থেকে দূরে সরে গেলেও মানুষের কল্যাণের জন্য কাজ করে যেতে চান।
পশ্চিমবঙ্গ, কলকাতা, রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বলিউড ও ক্রিকেটের সকল বাংলা খবর পড়তে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube ও জয়েন করুন WhatsApp Group এবং ডাউনলোড করুন আমাদের News Apps