দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিহার বিধানসভা ভোটে সবে মাত্র জয়ী হয়েছে বিজেপি জোট এনডিএ। আর তাতেই শুরু হল মুসলিমদের উপর নির্যাতন। বিজয়মিছিল করতে গিয়ে নামাজরত মুসল্লিদের জয় শ্রী রাম স্লোগান দিয়ে বেধড়ক মারধর করল বিজেপি সমর্থকরা। এমনকি ভাঙা হল মসজিদও। ঘটনাটি ঘটেছে পূর্ব চম্পারণ জেলার জামুয়া গ্রামে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৪ মুসল্লি।
পুলিশ জানিয়েছে, এক বিজেপি বিধায়কের নির্বাচনে জয়ের সেলিব্রেশনে যখন বিজয় মিছিল বের হয়, তখন সন্ধের নামাজ পড়ছিলেন মুসল্লিরা। সেই সময় স্লোগান না-দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল বিজেপি সমর্থকদের। এর থেকেই ঝামেলার সূত্রপাত। এক গ্রামবাসীর অভিযোগ, ‘প্রায় ৫০০ লোকের বিজয়মিছিল থেকে স্লোগান ওঠে জয় শ্রী রাম। এরপর ওরা মসজিদের গেট জানলা ভেঙে দেয়। ভেতরের জিনিসপত্র ভেঙে দেয়।’
এসএইচও অভয় কুমার জানিয়েছেন, ঢাকা আসনে আরজেডি-র ফয়জল রহমানকে পরাজিত করে ভোটে জেতেন বিজেপির পবন কুমার বনসল। জয় ঘোষণার পরই শুরু হয় বিজয়মিছিল। কুমার বলেছেন, ‘নামাজের সময় লাউডস্পিকারে স্লোগান না তুলতে বলা হলে তীব্র বাগবিতণ্ডা শুরু হয়। শুরু হয় হাতাহাতি। বিজয়মিছিলে থাকা বিজেপি সমর্থকরা পাথর ছুড়তে থাকেন বলে অভিযোগ। এই ঘটনায় ৩১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন এসএইচও। গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। আর কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না-ঘটে, সে জন্য মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশবাহিনী।