Monday, February 24, 2025
Latest Newsদেশফিচার নিউজ

লকডাউনে ফের অমানবিক প্রশাসন! পুলিশের মারে মৃত্যু আদিবাসী বৃদ্ধের

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মধ্যপ্রদেশের ধার শহরে লকডাউনের মধ্যে পুলিশের মারে এক আদিবাসী বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠল। আদিবাসী বৃদ্ধের নাম টিগু বুধিয়া। তাঁর পরিবার জানিয়েছে, লকডাউনের মধ্যে শনিবার পাশের গ্রাম গুরজিতে কিছু কেনাকাটা করতে যান টিগু।

সূত্রের খবর, টিগুর নিজের একটা দোকান রয়েছে। সেই দোকান ও বাড়ির জন্য কেনাকাটা করতে জামাই সঞ্জয় মেদাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন ৬৫ বছরের টিগু। টিগুর জামাই সঞ্জয়ের অভিযোগ, ‛আমরা কেনাকাটা করার সময় পুলিশ এসেই কোনও কথা না বলে আমাদের মারতে শুরু করে। পুলিশের মারেই আমার শ্বশুর মারা গিয়েছেন।’

যদিও পরিবারের এই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। তাদের দাবি, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের। আদিত্যপ্রতাপ সিং নামের এক সিনিয়র পুলিশ অফিসার জানিয়েছেন, ‛আমরা বাজারে গিয়ে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে দাঁড়াতে বলছিলাম। তখনই খবর আসে বাজারে এক বৃদ্ধ রাস্তায় পড়ে আছেন। আমরা সঙ্গে সঙ্গে সেখানে যাই। কিন্তু ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে।’

Leave a Reply

error: Content is protected !!