দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ভোটের আগের রাতে কেশপুরে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন। দাদপুরে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনায় ইতিমধ্যে সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার রাতে কেশপুরের চার নম্বর অঞ্চলের হরিহরচক এলাকায় তৃণমূলে কার্যালয়ে খাওয়া-দাওয়া হচ্ছিল। ছিলেন উত্তর দলুই নামে ওই কর্মীও। অভিযোগ, রাত ১০ টা নাগাদ উত্তমকে টেনে নিয়ে যায় বিজেপি-আশ্রিত সন্ত্রাসীরা। তৃণমূলের দলীয় কার্যালয়ের থেকে কিছুটা দূরেই একটি কালভার্টের কাছে নিয়ে গিয়ে ছুরি দিয়ে কোপানো হয়।
আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা উত্তমকে মৃত বলে ঘোষণা করেন। তৃণমূল কর্মীদের অভিযোগ, বিজেপির ৩০-৩৫ জনের একটি দল তৃণমূলকর্মীকে কুপিয়েছে। বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয়ের সামনে চাপ-চাপ রক্তের দাগ দেখা গিয়েছে। একটি ছুরিও উদ্ধার করেছেন তৃণমূলকর্মীরা।
উত্তমের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। কাঁদতেই কাঁদতেই স্ত্রী কোনওক্রমে বলেন, ‘বিজেপির কয়েকজন খুন করেছে। তৃণমূলকর্মীরা বাঁচানোর চেষ্টা করেছিলেন। লাঠি নিয়ে এগিয়ে গিয়েছিলেন। কিন্তু কোনও লাভ হয়নি।’
খুনের ঘটনায় ইতিমধ্যে নির্বাচন কমিশনে প্রাথমিক রিপোর্ট জমা পড়েছে। আপাতত ময়নাতদন্তের জন্য উত্তমের দেহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।