Thursday, March 13, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

বিজেপি কর্মীর ৫ বিঘা জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন তৃণমূল কর্মীরা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিজেপি কর্মীর ৫ বিঘা জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি। রাজনৈতিক উত্তাপের সময় আবারও অন্য উদাহরণ রাখল বীরভূম জেলা।

বিধানসভা নির্বাচনের ফলাফলের পর সারা রাজ্যেই বিক্ষিপ্ত ভাবে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। আবার কোথাও কোথাও দেখা গিয়েছে ঘর ছাড়া বিজেপি কর্মী সমর্থকরা গ্রামছাড়া হয়েছেন। বিরোধী বিজেপি আঙুল তুলেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। কেন্দ্রীয় দল থেকে শুরু করে রাজ্যের রাজ্যপাল বারবার সরব হয়েছেন এই সব ঘটনায়।
তারমধ্যেও দেখা গেছে যে ঘর ছাড়া বিজেপি কর্মী সমর্থকদের ঘরে ফেরানোর উদ্যোগ নিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা।

কিন্তু আজ বীরভূম জেলার দুবরাজপুর থানার পদুমা অঞ্চলের গৌরাঙ্গী গ্রামে এক অন্য চিত্র দেখা গেল। এদিন পদুমা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি মুকুল মণ্ডলের উদ্যোগে এবং দুবরাজপুর থানার ওসি দেবব্রত সিনহার উপস্থিতিতে গৌরাঙ্গী গ্রামের বিজেপি সমর্থক চরণ ঘোষের ৫ বিঘা জমির ধান মেশিনে কেটে তৃণমূলের কর্মীদের নিয়ে ট্র্যাক্টরে করে তাঁর বাড়িতে পৌঁছে দেওয়া হল।

এদিন মুকুল মণ্ডল বলেন, ‘‌সামনে ধেয়ে আসতে চলেছে এক প্রবল দুর্যোগ, তাই আমাদের গ্রামের যাঁদের মাঠে পাকা ধান আছে সেই ধানগুলো দুর্যোগ আসার আগেই তাড়াতাড়ি যেন উঠে যায় তার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। সেই সময় আমরা জানতে পারলাম চরণ ঘোষ, যিনি দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত, তাঁর শারীরিক ও আর্থিক অবস্থা দেখে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাঁর ৫ বিঘা জমির ধান মেশিনে কেটে তাঁর বাড়িতে পৌঁছে দিলাম।’‌ জমির মালিক চরণ ঘোষ বলেন, ‘‌আমার জমিতে পাকা ধান পড়েছিল, তৃণমূলের কর্মীরা আমার বাড়িতে সেই ধানগুলো কেটে দিয়ে গিয়েছে। যদি মাঠে ধানগুলো পড়ে থাকত তাহলে হয়তো না খেয়ে মারা যেতাম।’

Leave a Reply

error: Content is protected !!