Thursday, February 6, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

তৃণমূল-অকালি দল বৈঠক, কৃষকদের বনধকে নৈতিক সমর্থন করলেও বনধে ‛না’ মমতার দলের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কলকাতায় তৃণমূলের সঙ্গে বৈঠক করতে এলেন পাঞ্জাবের শিরোমণি অকালি দলের প্রতিনিধিরা। তৃণমূল ভবনে হয় এই বৈঠক। বৈঠকের পরে সাংবাদিক সম্মেলনে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, কৃষকদের পাশে তাঁদের দল রয়েছে। আগামী মঙ্গলবার ডাকা বনধকে নৈতিক সমর্থন করলেও তৃণমূল সেদিন বনধ করবে না বলেই জানিয়েছেন তিনি।

আগামী মঙ্গলবার কৃষকদের ডাকা ভারত বনধকে নৈতিক সমর্থন করলেও তৃণমূল বনধে যোগ দেবে না বলেই জানিয়েছেন তৃণমূল সাংসদ। তিনি বলেন, “বনধের ইস্যুতে আমাদের নৈতিক সমর্থন রয়েছে। তবে আমাদের নীতি আমরা রাস্তায় বনধ করি না। ওই দিন গান্ধীমূর্তির পাদদেশে দলের প্রোগ্রাম আছে। কৃষকদের সমর্থনে তিন দিন চলবে সেই প্রোগ্রাম।”

 

Leave a Reply

error: Content is protected !!