Wednesday, February 5, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

তৃণমূল ও বিজেপি একই মুদ্রার দুই পিঠ, তারা দু’জনেই রাজ্যের যুবসমাজকে বোকা বানাচ্ছে : আব্বাস

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মঙ্গলবার হাওড়া জেলার পাঁচলায় দলীয় কর্মিসভায় এসে ফের কেন্দ্র ও রাজ্যের বিরুদ্ধে একের পর এক তোপ দাগলেন আইএসএফ নেতা আব্বাস সিদ্দিকি। এদিন তিনি মন্তব্য করেন, তৃণমূল ও বিজেপি একই মুদ্রার দুই পিঠ। তারা দু’জনেই রাজ্যের যুবসমাজকে বোকা বানাচ্ছে।

আব্বাস বলেন, ওরা সব খেলে খেলে শেষ করে ফেলল। তাই আমাদের স্লোগান, খেলা নয় কর্মসংস্থান চাই৷ মা বোনেদের সম্মান চাই। আব্বাস বলেন, ‛কেন আমার রাজ্যের ছেলেরা বাইরের রাজ্যে কাজ করবে। আমার রাজ্যের ছেলে আমার রাজ্যে কাজ করবে, সেই স্বপ্ন নিয়েই আমরা সংযুক্ত মোর্চা আগামীদিনের সরকার তৈরি করছি।’

Leave a Reply

error: Content is protected !!