দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কলকাতা বন্দর কেন্দ্রে চার রাউন্ডের শেষে ২৪,৫০৭ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম। এই কেন্দ্রে এবারের তৃণমূল কংগ্রেসের তরফে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফিরহাদ হাকিম। এই আসনে বিজেপির তরফে দাঁড়াচ্ছেন অবধকিশোর গুপ্তা। অন্যদিকে, বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে এই কেন্দ্রে দাঁড়াচ্ছেন কংগ্রেসের মহম্মদ মোক্তার। এই মুহূর্তে এগিয়ে রয়েছেন ফিরহাদ হাকিম। যদিও গণণা সবে শুরু হয়েছে।