সাকিব হাসান, দৈনিক সমাচার, কুলতলী: আজ কালীঘাটের বাড়িতে বসে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের প্রার্থী তালিকায় তারকাদের ভিড় চোখে পড়ার মতো। অনেক নতুন দের সুযোগ দেওয়া হয়েছে এবং এর পাশাপাশি বাদ গেছেন বহু পুরানো জনপ্রতিনিধি। দঃ ২8 পরগনা জেলার কুলতলী বিধানসভায় প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল। প্রার্থী করা হয়েছে কুলতলী বিধানসভার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি গণেশ চন্দ্র মন্ডলকে। প্রার্থী হওয়ার পরেই গণেশ চন্দ্র মন্ডল বলেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এর পক্ষ থেকে, বিশেষ করে পশ্চিমবঙ্গে ২৯১ টি বিধানসভা আছে। সেই সব বিধানসভায় আমাদের দলের পক্ষ থেকে আজকে প্রার্থীর নাম ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়।
তিনি আরও বলেন, বিগত দিনে কুলতলীর মাটিতে দাঁড়িয়ে আমরা তৃণমূল কংগ্রেস এর পক্ষ থেকে কোনদিন বিধায়ক জেতাতে পারিনি। সেই জায়গা থেকে এবারে নেত্রী আমার উপরে ভরসা রেখেছেন,সেই জায়গা থেকে আমি বলতে চাই এবং কুলতলী বিধানসভায় এলাকার সর্বস্থরের মানুষের কাছে আমার আবেদন, আজকে যেভাবে গোটা বাংলাকে অশান্ত করার জন্য বাইরে থেকে লোক এনে এবং জাত পাতের রাজনীতি শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। সেই সব সাম্প্রদায়িক দলকে পরাস্ত করতে তৃণমূলকে ভোট দেন। মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে ২০১১ সালের পর থেক গোটা বাংলা যেভাবে উন্নয়ণ হয়েছে সেই উন্নয়ণের পাসে থাকুক এবং মমতা বন্দোপাধ্যায় এর উপর ভরসা রাখুক।
গনেশ চন্দ্র মন্ডল বলেন, আমি এখানে প্রার্থী নয়, মমতা বন্দোপাধ্যায় প্রার্থী এবং তার প্রতীক চিহ্নকে ভোট দিয়ে মমতা বন্দোপাধ্যায়ের হাতকে আবার শক্তিশালি করতে হবে। এবং তৃতীয় বারের জন্য মমতা বন্দোপাধ্যায়কে নবান্নে বসাতে হবে।