Friday, March 14, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

দলবিরোধী কাজের অভিযোগ, মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতিকে বহিষ্কার করল তৃণমূল

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দলবিরোধী কাজের অভিযোগে মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেনকে বহিষ্কার করল তৃণমূল। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই দলের প্রতীক ছাড়া সভা-মিছিল করছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন। সম্প্রতি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে বহরমপুরে নিয়ে গিয়েছিলেন তিনি। তা থেকেই দল অর্থাৎ তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়তে শুরু করেছিল মোশারফের।

এই নিয়ে চাপানউতোরের মাঝে বুধবার বিকেলে বহরমপুরের একটি অনুষ্ঠানগৃহে জেলা পরিষদের সমস্ত সদস্য, বিধায়ক ও অন্যান্য নেতারা বৈঠক করেন। সেই বৈঠকেই মোশারফকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই খবর। ইতিমধ্যেই দলের তরফে তাঁকে বহিস্কারের কথা ঘোষণা করা হয়েছে।

তৃণমূলের সিদ্ধান্ত জানার পর বললেন মোশারফ বলেন, “দলে থেকে দমবন্ধ হয়ে যাচ্ছিল। মুক্তি পেলাম। এবার মুক্তভাবে কাজ করতে পারব।” সূত্রের খবর, আগামী ১৯ অথবা ২০ তারিখ কংগ্রেসে যোগ দিতে পারেন তিনি।

 

 

 

 

Leave a Reply

error: Content is protected !!