সাকিব হাসান, দৈনিক সমাচার, বারুইপুর: তৃণমূল সরকার উন্নয়নের নামে ভিক্ষা দেয় চাকরি দেয়না, নির্বাচনি প্রচারে গিয়ে মমতা সরকার বিঁধে এমনটাই বললেন বললেন দঃ ২8 পরগনা জেলা কুলতলী বিধাসভার বাম বিধায়ক রাম শংকর হালদার। এইদিন তিনি বলেন, বামফ্রন্ট সরকারের মতো তারা কখনো উন্নয়ন করতে পারবে না। না করতে পারবে স্কুল ও কলেজ, না করতে পারবে কল কারখানা। কারন শাসক দল উন্নয়নের নামে ভিক্ষুক দের মতো ভিক্ষা দেয় চাকরি দেয়না।
তিনি আরও বলেন, এই সরকারের আমলে তোলাবাজি করতে করতে দুর্নীতির হার এতো বাড়িয়ে দিয়েছে যে সাধারন মানুষকে একেবারে পথে নামিয়ে দিয়েছে। আমফান নামে যে সাইক্লোন এসে ছিলো তাতে মানুষের সাহায্য করতে গিয়ে তাদের কে রাস্তায় নামিয়েছে। কাটমানি থেকে শুরু করে একাধিক দুর্নীতি। এটা একটা দুর্নীতিবাজের সরকার, গরিব খেটে খাওয়া মানুষের সরকার নয়।
বিধায়ক রাম শংকর হালদার বলেন, কয়েক বছর ধরে এই শাসক দল রাজ্য চালাচ্ছে। মাদ্রাসা তৈরি করার নামে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে। এখনও পর্যন্ত মাদ্রাসা ও স্কুল তৈরি তো দূরের কথা সেগুলি বন্ধ করে দিয়েছে। সাধারন মানুষকে মিথ্যা কেস দিয়ে জেলে পাঠানো এই সরকারের কাজ। তাই বাম, কংগ্রেস, আইএসএফ সংযুক্ত মোর্চার হাতকে শক্ত করে এই সরকারকে ও বিজেপির মতো ঘৃণিত সাম্প্রদায়িক শক্তিকে শেষ করতে হবে।