সাকিব হাসান, দৈনিক সমাচার, বারুইপুর: তৃণমূলকে হারাতে তৃণমূলীরায় যথেষ্ট, নির্বাচনি প্রচারে গিয়ে এমনটাই মন্তব্য করলেন সংযুক্ত মোর্চার জয়নগরের সিপিআইএম প্রার্থী অপূর্ব প্রামাণিক। এদিন দলীয় প্রচারে বেরিয়ে তিনি বলেন, জয়নগরের শাসকদলের বিধায়ক তানার কার্যকলাপ ও দুর্নীতি রাজ্যের মানুষ মিডিয়ার মাধ্যমে দেখেছেন।
তিনি আরও বলেন, তৃণমূলকে হারাতে তৃণমূলীরায় যথেষ্ট, তাই আমাদের এখানে এই ব্যাপারে বেশি হস্তক্ষেপ করতে হবে না। তাছাড়া আমফানের যে দুর্নীতি করেছে ওরা তার ফলে মানুষ এই উত্তর দেবে। বর্তমানের বিধায়ক প্রচন্ড স্বার্থপর এবং স্বার্থপরের এবং স্বার্থপরের চূড়ান্ত জায়গায় পৌঁছেছে। তার কারণ ওনার রাজনৈতিক গুরু যার কারণে বিশ্বনাথ দাস বিধায়ক হয়েছেন তাকেও দূরে ছুড়ে ফেলেছেন।
তাছাড়া কংগ্রেস এবং বামফ্রন্টের জোট নিয়ে তিনি বলেন, এখানকার পৌরসভা সিপিআইএম এবং কংগ্রেস এর যৌথ উদ্যোগে চলছে। ২০১৬ সালে আমরা এখানে জোটবদ্ধভাবে লড়াই করেছি এবং জয়নগরের ক্ষেত্রে আশাবাদী আমরাই ক্ষমতায় থাকবো।
উন্নয়নের ক্ষেত্রে তিনি বলেন, বর্তমান বিধায়ক প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু কাজ করেনি। পানীয় জলের ব্যবস্থা আমরা করে দেব। চিকিৎসা এখানে অনেক সমস্যা দেখা দেয়, আমরা কথা দিচ্ছি জয়নগরে সুপার স্পেশালিস্ট হাসপাতাল করে সুচিকিৎসার ব্যবস্থা করে দেবো।