দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: জঙ্গলমহলে ভোট মিটতেই জাতীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার হলেন তৃণমূলের রাজ্য কমিটির সম্পাদক ছত্রধর মাহাতো। রবিবার ভোরে ঝাড়গ্রামের লালগড়ের বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করে এনআইএ’র ৪০ সদস্যের একটি দল। ২০০৯ সালে লালগড়ের সিপিএম নেতা প্রবীর মাহাতো খুনের ঘটনায় এদিন ছত্রধরকে গ্রেফতারির পর কলকাতায় আনা হচ্ছে। আজই পেশ করা হবে কলকাতায় এনআইএ’র বিশেষ আদালতে। জাতীয় তদন্তকারী দলের অভিযোগ, মামলার তদন্তে সহযোগিতা করছিলেন না প্রাক্তন মাওবাদী নেতা। তাই আদালতের নির্দেশে তাঁকে গ্রেফতার করা হয়েছে।