সাকিব হাসান, দৈনিক সমাচার, ক্যানিং: কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নিতীর বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ।
দঃ ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সাংসদ শ্রী শুভাশীষ চক্রবর্তীর নেতৃত্বে কানিং ব্লক তৃণমূল কর্মীরা বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের আগ্রাসী জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে।
সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কর্মসূচী গুলি মানুষের কাছে তুলে ধরতে “বিশাল পদযাত্রা ” অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত শুভাশীষ চক্রবর্তী বলেন, বর্তমানে কেন্দ্র সরকার সাধারন মানুষের মধ্যে এক সম্পদায়ীক বিভেদ সৃষ্টি করছে এবং যে সমস্ত জনবিরোধী আইন পাশ করছে সেগুলি সাদারন মানুষের কাছে খুবই বিপদ জনক।
এছাড়াও মা মাটির সরকার যে সমস্ত প্রকল্প গরিব খেটে খাওয়া মানুষের জন্য করেছে তা কেন্দ্রের সরকার একটা ও করতে পারেনি শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেছে তাই ২০২১ বিধান সভায় আবার ও মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই।
এই পদযাত্রায় অংশগ্রহণ করেন কুলতলী ব্লক সভাপতি গোপাল মাঝি, সাংসদ প্রতিমা মন্ডল, বিধায়ক শ্যামল মন্ডল সহ দলের কর্মীরা।