Thursday, February 6, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

তৃণমূলের ‘পচা নেতা’রা যাচ্ছেন বিজেপিতে! মানতে নারাজ দিলীপ

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দল বদলের হিড়িক পড়েছে রাজ্য রাজনীতিতে। এক এক করে তৃণমূলের দাপুটে নেতা-নেত্রীরা ঘাসফুল শিবির ছেড়ে যোগ দিয়েছেন বিজেপিতে। অপর দিকে আবার গেরুয়া শিবির থেকেও অনেকেই যোগ দিয়েছেন ঘাস্ফুলে। এই নানারকম নেতিবাচক মন্তব্য করছেন শাসকদলের নেতারা। কেউ কেউ দাবি করছেন, তৃণমূলের ‘পচা নেতা’রা যাচ্ছেন গেরুয়া শিবিরে। তবে একথা মানতে নারাজ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মেদিনীপুরের বিজপি সাংসদের দাবি, “বিজেপির একটা আদর্শ রয়েছে। এখানে যোগ্য লোকদের নেওয়া হচ্ছে। সিদ্ধান্ত সঠিক বা ভুলের কোনও বিষয় নেই।”

 

Leave a Reply

error: Content is protected !!