দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: আউশগ্রাম বিধানসভায় কলিতা মাঝিকে প্রার্থী করেছে বিজেপি। অথচ ভোটের টিকিট পাওয়ার পরে কলিতা মাঝি বলে ফেললেন, তিনি তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছেন। পরক্ষণেই অবশ্য় ভুল শুধরে নিয়ে বলেন, তিনি বিজেপির হয়ে লড়বেন। সূত্রের খবর, বিষয়টি নিয়ে রাজ্য নেতৃত্বের কাছে অভিযোগ জানাবেন স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা।
আউশগ্রামের প্রার্থী নিয়ে বিজেপির অন্দরে এমনিতে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রার্থীপদ ঘোষণার দিন কলিতা মাঝির নাম শুনে দলের নেতা-কর্মীরা প্রথমে চিনতে পারেননি। পরে জানা যায় প্রার্থী পেশায় পরিচারিকা। গুসকরা এলাকায় তাঁর বাড়ি । তিনি কীভাবে টিকিট পেলেন, তা নিয়ে ইতিমধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে কর্মীদের মধ্যে। বিজেপির কর্মী সমর্থকরা এই নিয়ে ক্ষুব্ধ।
তাঁদের দাবি, যে বিজেপি কর্মীরা এতদিন ধরে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করলেন, তাঁদের বাদ দিয়ে কীভাবে প্রার্থী বাছাই করা হয়েছে। অথচ যাঁকে প্রার্থী করা হয়েছে, তিনি জানেন না কোন দলের হয়ে ভোটে লড়ছেন।
যদিও কলিতা মাঝি বলেন, এখনও তিনি প্রচার শুরু করেননি । মূলত নরেন্দ্র মোদির উন্নয়নকে মানুষের দুয়ারে দুয়ারে প্রচার করতে চান। পাশাপাশি আউশগ্রাম বিধানসভা এলাকার মানুষ যেভাবে বিভিন্ন প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন, তাও তুলে ধরতে চান তিনি। বলেন, “নির্বাচনে জেতার বিষয়ে আশাবাদী। ২৫ হাজার ভোটে জিতব।”