Wednesday, February 5, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

বাংলায় বিজেপির ‘বি টিম’ তৃণমূল, মন্তব্য সিপিআইএম প্রার্থী অপূর্ব প্রামাণিকের

সাকিব হাসান, দৈনিক সমাচার, বারুইপুর: বাংলায় বিজেপির ‘বি টিম’ তৃণমূল, নির্বাচনী প্রচারে গিয়ে এমনটাই মন্তব্য করলেন জয়নগর বিধান সভার সিপিআইএম প্রার্থী অপূর্ব প্রামাণিক। আগামী ৬ই এপ্রিল জয়নগর বিধান সভার ভোট। তাই এক মুহূর্ত সময় নষ্ট করতে চাইছেনা কোন রাজনৈতিক দল। এলাকা দখলরে লড়াইয়ে চলছে সভা সমাবেশ থেকে মিছিল জয়নগর সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থীর সমর্থনে এক বর্ণাঢ্য নির্বাচনি প্রচার মিছিল শুরুহয়। বাংলার মোড় থেকে ওই মিছিল শুরু হয় এবং জয়নগর ব্যানার্জি পাড়ায় ওই মিছিল সমাপ্ত হয়, মিছিলে দলিয় কর্মীদের উৎসাহ ও উদ্দিপনা ছিলো চখে পড়ার মতো। উক্ত সভায় উপস্থিত ছিলেন কমরেড সুজন চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব।

এইদিন অপূর্ব প্রামাণিক বলেন পশ্চিম বাংলার মানুষ বিজেপির প্রতি যে ঝোঁক ছিল কিন্তু বাংলার মানুষ বুঝতে পেরেছে যে বিজেপির ‘বি টিম’ তৃণমূল, কারন তৃণমূলের যত চোর ছিল তারা আজ বিজেপির নেতা হয়েছে। তিনি আরো বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি শুধু নেত্রী নয়, অভিনেত্রীও। আর এই দলের নেতা কর্মীরা চোর ও মাস্তানের ভরা এরা মানুষের থেকে তোলাবাজি, কাটমানি থেকে একাধিক দুর্নীতি করে বেড়ায়। তাই মানুষ এদের ভরসা করছেনা, মানুষ ভরসা করছে বাম ও কংগ্রেস ও আই এস এফ সংযুক্ত মোর্চাকে।

Leave a Reply

error: Content is protected !!