সাকিব হাসান, দৈনিক সমাচার, দঃ বারাসাত: মঙ্গল বার কুলতলিতে বিজেপির রাজনৈতিক সভা ছিল, ওই সভার প্রধান বক্তা ছিলেন শুভেন্দু অধিকারী। আর, ওই সভার যাওয়ার পথে বিজেপির পরিবর্তন যাত্রার রথ দক্ষিণ বারাসতের উপর দিয়ে যায়। তাতেই শুরু হয় জল্পনা।
তৃণমূল কংগ্রেস মহিলা কর্মী সমর্থকদের অভিযোগ, রথে দেবতা থাকেন, কিন্তু বিজেপি রথে তাদের দলীয় নেতারা যাচ্ছে। শুধু তাই নয়, ওই রথে শৌচালয় আছে। তাই বিজেপি হিন্দু দেবতাদের অসম্মান করছে, অপবিত্র করছে পুরো এলাকা। সে কারণে তারা বুধবার দক্ষিণ বারাসত বাজার থেকে পবিত্র গঙ্গাজল দিয়ে ব্রামহণ দ্বারা মন্ত্র পাঠের মাধ্যমে শুদ্ধিকরণ যাত্রা করে এলাকা শুদ্ধ করলেন।