Friday, November 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

ঘূণ ধরেছে ত্রিপুরা বিজেপিতে, সরকার টিকিয়ে রাখায় এখন মস্তবড় চ‍্যালেঞ্জ বিপ্লবের কাছে

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ত্রিপুরা বিজেপিতে ঘূণ ধরে গিয়েছে। বেসুরো বাজছেন অনেক বিধায়ক-মন্ত্রী। সুদীপ রায়বর্মনের অনুগামীরা তো বিপ্লবের বিরুদ্ধে দল তৈরি করতে শুরু করে দিয়েছেন। এই অবস্থায় দলের সংগঠন আরওএ মজবুত করার দাওয়াই দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তিনি বিজেপির কার্যকারিণী বৈঠকে তিনটি ‘স’-এ কিস্তিমাতের দাওয়াই দিলেন।

বাংলায় মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। তারপর শুধু বাংলায় নয়, ত্রিপুরা বিজেপির সংকট বেড়েছে। সংকট বেড়েছে বিপ্লব দেব সরকারেরও। বিপ্লবের কাছে সরকার টিকিয়ে রাখা এখন মস্তবড় চ্যালেঞ্জ। কেননা দলে ঘূণ ধরলে কী করে সরকার টিকিয়ে রাখার ম্যাজিক ফিগার বজায় রাখা যাবে, তা-ই দুশ্চিন্তায় ফেলেছে বিপ্লবকে।

মুকুল রায়ের অনুগামী বলে পরিচিত সুদীপ রায়বর্মন বহুদিন ধরেই বেসুরো বাজছেন। তারপর মুকল রায়ের নেতৃত্বে তৃণমূল যদি সাম্রাজ্য বিস্তারে বেরিয়ে পড়ে, তবে সুদীপ যে দলবদল নিয়ে বিজেপি ছাড়বেন না, তার গ্যারান্টি নেই। বরং তিনি বিজেপি ছেড়ে অন্য দলে যাওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। অবশ্য সেখানে ভবিষ্যৎ থাকতে হবে।

এই পরিস্থিতিতে বিজেপির কার্যকারিণী বৈঠক বসেছিল ত্রিপুরায়। সেখানে বিপ্লব দেবের মুখে শোনা গিয়েছে তিনটি ‘স’-এর তত্ত্ব। তিনটি ‘স’ দিয়ে কিস্তিমাত করার লক্ষ্য স্থির করেছেন বিপ্লব দেব। তাঁর নতুন মন্ত্র তিনটি ‘স’ হল- সংবাদ, স্বভাব ও সদাচার। এই তিন মন্ত্রে ভিত শক্ত করতে হবে বলে জানান তিনি।

বিপ্লবের কথায়, সোশ্যাল মিডিয়াকর যুবে সংবাদের নামে ছড়ি পড়ছে বহু অপতথ্য। তা থেকে সতর্ক থাকতে হবে। কোনটা ঠিক, কোনটা ভুল তা বেছে নিতে হবে। স্বভাব শব্দে তিনি বোঝাতে চেয়েছেন আরও গ্রহণযোগ্য হয়ে ওঠার কথা। মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠা স্বভাবে পরিণত করতে হবে। আর সংগঠকদের সদাচারী হতে হবে। চলন-বলনে, ভাষাশৈলীতে সঠিক হতে হবে।

বিপ্লব দেব এখন খুব সাবধানী পদক্ষেপ নিচ্ছেন। সম্প্রতি ত্রিপুরার শক্তি পরীক্ষার জন্য পরিষদীয় দলের বৈঠক ডাকেন বিপ্লব। সেই বৈঠকে সুদীপ শিবিরের ১০ জন অনুপস্থিত ছিলেন। তা নিয়েই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, বিধায়করা অনেকে বিএল সন্তোষকে দেওয়া ব্যক্তিগত রিপোর্টে বিপ্লব দেবের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছেন।

Leave a Reply

error: Content is protected !!