দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ত্রিপুরায় ‘গাঁজা’ বৈধ করা হোক! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে এমনই আজব দাবি করেছেন ত্রিপুরার বিজেপি নেতা প্রসেনজিৎ চক্রবর্তী। তিনি জাগরণ মঞ্চের প্রতিষ্ঠাতা। জাগরণ মঞ্চের পক্ষেই চিঠিটি লিখেছেন প্রসেনজিৎ। বিজেপি নেতার ওই চিঠিকে ঘিরে তোলপাড় শুরু হয়েছে।
সুপরিচিত আরএসএস ক্যাডার প্রসেনজিৎ চক্রবর্তী নিজের চিঠিতে লিখেছেন, ‛ঔষধি গাছ হিসেবে গাঁজার (গঞ্জ) একটি মহান ভূমিকা আছে।’ তিনি আরও যোগ করেন, ‛প্রাচীনকালে, এটি আয়ুর্বেদে ব্যবহৃত হত। যদিও জনগণের একটি অংশ গাঁজাকে আসক্তির লক্ষ্যে ব্যবহার করে তবে ঔষধি গাছ হিসেবে এর ব্যবহার উপেক্ষা করা যায় না।’
পশ্চিমবঙ্গ, কলকাতা, রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বলিউড ও ক্রিকেটের সকল বাংলা খবর পড়তে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube ও জয়েন করুন WhatsApp Group এবং ডাউনলোড করুন আমাদের News Apps