Thursday, February 6, 2025
Latest Newsদেশফিচার নিউজ

ত্রিপুরা বিজেপিতে অন্তর্দ্বন্দ্ব! নিজের দলের সরকারের বিরুদ্ধেই মিছিল বিজেপি নেতার

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : জল্পনা উড়িয়ে ধীরে ধীরে প্রকাশ্যে চলে আসছে ত্রিপুরা বিজেপির অন্তর্দ্বন্দ্ব। ত্রিপুরা বিজেপির সবচেয়ে প্রভাবশালী দুই নেতা মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবং রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা প্রাক্তন বিরোধী দলনেতা সুদীপ রায়বর্মণের মধ্যে তুমুল দ্বন্দ্ব শুরু হয়েছে। পরিস্থিতি এতটাই খারাপ যে, নারী নির্যাতন ইস্যুকে হাতিয়ার করে আগরতলায় নিজের দলের সরকারের বিরুদ্ধেই একটি মহামিছিল করেছেন সুদীপ।

শুক্রবার নিজের সরকারের বিরুদ্ধেই মিছিল করেন তিনি। আগরতলার সেই মিছিলে শ’য়ে শ’য়ে লোক জড়ো হয়েছিল। সুদীপপন্থী বেশ কয়েকজন বিজেপি নেতা এবং বিধায়ক ছিলেন সেই মিছিলে। সেই ‘অরাজনৈতিক মিছিল’ যে মূলত সরকারকে নিশানা করেই করা হয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। শুধু তাই নয়, নাম না করে সরকার ও প্রশাসনের কর্তাব্যক্তিদের কটাক্ষও করেছেন সুদীপ।

এর পালটা জবাবও এসেছে বিপ্লব শিবির থেকে। বিজেপির মহিলা মোর্চার তরফে সুদীপ রায় বর্মণকে কটাক্ষ করে পাল্টা মিছিলও করা হয়েছে। সেখান থেকে কটাক্ষ করা হয় প্রাক্তন মন্ত্রীকে। এই কটাক্ষ পালটা কটাক্ষের খেলাতেই বোঝা যাচ্ছে ত্রিপুরা বিজেপির অন্দরে বড়সড় দ্বন্দ্ব চলছে। যে কোনও মুহূর্তে সদলবদলে বিজেপি ছাড়তে পারেন সুদীপ রায় বর্মণ। ইতিমধ্যেই তিনি নাকি কংগ্রেস নেতৃত্বের সঙ্গে যোগাযোগও করেছেন।

 

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!