দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ত্রিপুরায় বিজেপির ঘর ভাঙন আরও স্পষ্ট হচ্ছে। বিপ্লব দেবের ডাকা পরিষদীয় দলের বৈঠক এড়ালেন সুদীপ রায় বর্মন-সহ একাধিক মুকুল রায় ঘনিষ্ঠ বিধায়ক। শুক্রবার বিধানসভার পরিষদীয় দলের বৈঠক চলে প্রায় দু’ঘণ্টা। সেখানে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রচারের কথাই উঠে এসেছে বলে সূত্রের খবর। সোশ্যাল মিডিয়ায় প্রচার বাড়ানোর জন্য দায়িত্ব দেওয়া হয়েছে মিমি মজুমদার এবং সুশান্ত চৌধুরীকে। কিন্তু উল্লেখযোগ্য বিষয় মোট ৩৬ জন বিধায়কের মধ্যে ১০ জন বিধায়ক গরহাজির ছিলেন এই বৈঠকে। অনুপস্থিত ছিলেন সুদীপ রায় বর্মন, রামপ্রসাদ পাল, পরিমল দেব বর্মন, আশিস দাস, আশিস কুমার সাহা-র মতো বিধায়করা।
মূলত এই পূর্বনির্ধারিত বৈঠকে বিপ্লব দেবের ওপরে কতটা আস্থা রয়েছে বিধায়কদের, তা যাচাই করতেই এই বৈঠক ডাকা হয়েছিল। প্রসঙ্গত, কয়েকদিন আগেই যখন বিপ্লব দেবের মন্ত্রিসভায় বিভিন্ন রদবদলের সম্ভাবনা সামনে আসছিল, সেই সময়ে সুদীপ রায় বর্মন দিল্লি গিয়েছিলেন। মনে করা হচ্ছিল সুদীপকে ফের মন্ত্রিসভায় আনা হতে পারে। বিজেপি ভাঙন রুখতে তাঁকে কোনও দপ্তরের মন্ত্রী করা হতে পারে বলে জল্পনা ছিল।
এদিনের বৈঠকে গরহাজির ছিলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। যদিও তাঁর পূর্বনির্ধারিত অনুষ্ঠান থাকায় তিনি ওই বৈঠকে থাকতে পারেননি বলে সূত্রের খবর। তবে সুদীপ রায় বর্মন সহ এই বিধায়কদের অনুপস্থিতিতে নিঃসন্দেহে চিন্তায় গেরুয়া শিবির। দলবদলের জল্পনা ত্রিপুরাতেও মাথাচাড়া দিচ্ছে।