Monday, February 24, 2025
Latest Newsদেশফিচার নিউজ

সিংহের নাম ‛আকবর’ ও সিংহীর নাম ‛সীতা’ রাখায় বনকর্তাকে সাসপেন্ড করল বিজেপি সরকার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সিংহের নাম ‛আকবর’ আর সিংহীর নাম ‛সীতা’ রেখে বিপদে পড়লেন ত্রিপুরার এক বনকর্তা। এহেন নামকরণ করার দায়ে ত্রিপুরার বিজেপি সরকার সাসপেন্ড করেছে তাঁকে। সিংহের নাম ‘আকবর’, আর সিংহীর নাম ‘সীতা’ কেন রাখা হবে, আর কেনই বা তাদের একই ঘেরাটোপে রাখা হবে, এই নিয়ে আপত্তি জানিয়ে আদালতের দ্বারস্থ হয় বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)।

এই বিতর্কের মধ্যেই ত্রিপুরার মুখ্য বন সংরক্ষণবিদ (বন্যপ্রাণ এবং পর্যটন) প্রবীণ লাল আগরওয়ালকে সাসপেন্ড করে সে রাজ্যের সরকার। নামকরণ বিতর্কের জেরেই এই সাসপেনশন বলে ত্রিপুরা প্রশাসন সূত্রে খবর। বর্তমানে শিলিগুড়ির সাফারি পার্কে ওই সিংহ আর সিংহীকে রাখা হলেও, তাদের দু’জনকেই গত ১৩ ফেব্রুয়ারি ত্রিপুরার বিশালগড়ের সিপাহিজলা জুলজিক্যাল পার্ক থেকে নিয়ে আসা হয়।

Leave a Reply

error: Content is protected !!