Wednesday, February 5, 2025
Latest Newsআন্তর্জাতিকফিচার নিউজ

মায়ানমারে সামরিক অভ্যুত্থানবিরোধী আন্দোলনে স্বাস্থ্যকর্মীদের ওপর গুলিবর্ষণ সেনার, মৃত বহু

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার মায়ানমারের নিরাপত্তা বাহিনী কিছু স্বাস্থ্যকর্মীদের ওপর গুলি চালিয়েছে। দেশটির দ্বিতীয় বড় শহরে মান্দালয়ে এ ঘটনা ঘটে। এতে কয়েকজন হতাহত হয়েছেন। এমনটাই খবর সংবাদসংস্থা রয়টার্স সূত্রে।

প্রতিবেদনে বলা হয়, সামরিক অভ্যুত্থানবিরোধী কিছু স্বাস্থ্যকর্মী বিক্ষোভ করতে মান্দালয়ে জড়ো হন ভোরে। কিন্তু সৈন্যরা দ্রুত তাদের ছত্রভঙ্গ করে দেন এবং গুলি চালান। পরে এখান থেকে কয়েকজনকে আটকও করা হয়। তবে এ ঘটনায় হতাহত ও আটকের বিস্তারিত এখনো জানা যায়নি।

এর আগে, বুধবার (১৪ এপ্রিল) মায়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভে নিহতদের স্মরণে দেশটির সরকারি দফতরের সামনের সড়কে লাল রং ছড়িয়েছে বিক্ষোভকারীরা। জানা গেছে, এটি বিক্ষোভকারীদের পূর্বঘোষিত কর্মসূচি ছিল। মায়ানমারের দ্বিতীয় প্রধান শহর মান্দালয়ে দেশটির কারাবন্দি গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির মুক্তির দাবিতে মিছিল করেছেন হাজারো মানুষ।

উল্লেখ্য, নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে গত ১ ফেব্রুয়ারি সেনাপ্রধান মিন অং হ্লেইংয়ের নেতৃত্বে এক অভ্যুত্থানের মাধ্যমে মায়ানমারের রাষ্ট্রক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী।

 

Leave a Reply

error: Content is protected !!