Thursday, November 21, 2024
Latest Newsফিচার নিউজরাজ্য

লকডাউন শেষ করেছে সব, এবার চলন্ত ট্রেনে হকার উঠায় রাশ টানতে কড়া নির্দেশ রেল পুলিশের

কলকাতা, ২২ আগস্ট: লকডাউনে অসহায়ভাবে জীবন কাটছে ট্রেনের হকারদের। এবার আরও বিপাকে পড়তে চলেছেন ট্রেনের হকাররা। চলন্ত ট্রেনে হকার ওঠায় রাশ টানতে কড়া পদক্ষেপ নিল আরপিএফ। চলন্ত ট্রেনে হকার উঠলে, দায়ী করা হবে সংশ্লিষ্ট পোস্ট ইন্সপেক্টরকে। এমনই নির্দেশ দিয়েছে আরপিএফ। এই নির্দেশ ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আরপিএফ মহলে।

শনিবার হাওড়া ডিভিশনের আরপিএফের সিনিয়র কমান্ডেন্ট প্রত্যেকটি পোস্ট ইন্সপেক্টরকে একটি লিখিত নির্দেশ পাঠিয়েছেন। সেই নির্দেশের স্পষ্ট বলা হয়েছে, চলন্ত ট্রেনে যদি কোনও হকার ওঠেন, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট পোস্ট ইন্সপেক্টরকে এর জন্য দায়ী করা হবে। ধরে নেওয়া হবে হকার ওঠার পেছনে তাঁরই মদত রয়েছে। শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

এই প্রসঙ্গে হাওড়ার এক আধিকারিক অজয় প্রকাশ জানিয়েছেন, রেলস্টেশন চত্বরে হকারি করা বেআইনি। এর জন্য রেলের নির্দিষ্ট আইন রয়েছে। কিন্তু তার সত্ত্বেও হকাররা জোরজবস্তি ব্যবসা করে চলেছেন। তিনি বলেন, ‘‌সম্প্রতি বহু রেলযাত্রীদের অভিযোগ আসছে যে, তাঁদের উপর হকাররা অত্যাচার করছেন। সে কারণে হকারদের ট্রেনে ওঠা রোধ করা জরুরি হয়ে পড়েছে।’‌

যদিও আরপিএফের এই নির্দেশিকা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আইএনটিটিইউসি। তাঁরা হকারদের অত্যাচারের বিষয় মানতে রাজি হননি। এই প্রসঙ্গে সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌লকডাউনের কোপে পড়ে এমনিতেই হাজার হাজার হকারকে অসহায় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন। তার ওপর এমন ফরমান কখনও মেনে নেওয়া যায় না। রেল পুলিশের এই নীতির বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলব।’‌

 

Leave a Reply

error: Content is protected !!