Friday, November 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

টিআরপি স্ক্যাম: এ বার গ্রেফতার রিপাবলিক টিভির সিইও

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : টিআরপি কেলেঙ্কারি মামলায় নয়া মোড়, অভিযুক্ত হিসেবে রিপাবলিক টিভির সিইও বিকাশ কাঞ্চনদানিকে গ্রেফতার করল মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। এই মামলায় এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হল।

এর আগে রিপাবলিক টিভির সিওও প্রিয়া মুখোপাধ্যায়কেও টিআরপি কেলেঙ্কারিতে অভিযুক্ত হিসাবে গ্রেফতার করা হয়। গত সপ্তাহে তাঁকে ৫০ হাজার টাকার বন্ডের বিনিময়ে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়। তবে, প্রত্যেক সপ্তাহে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।

সম্প্রতি টিআরপি কেলেঙ্কারির তদন্তে নেমে রিপাবলিক-সহ তিনটি টিভি চ্যানেলের বিরুদ্ধে রেটিং-রিগিংয়ের অভিযোগ আনে মুম্বই পুলিশ। এর পরই তদন্ত শুরু হয়। টিআরপি মাপার জন্য টেলিভিশন রেটিং সংস্থা বার্ক (ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল) বিভিন্ন বাড়িতে ব্যারোমিটার নামে একটি যন্ত্র বসাত।

অভিযোগ, সেই যন্ত্র যে যে বাড়িতে বসত, তাদের রিপাবলিক টিভির মতো কিছু চ্যানেল অর্থ দিয়ে বেশি ক্ষণ নিজেদের চ্যানেল দেখার জন্য রাজি করাত। টিআরপি নিয়ে কেলেঙ্কারির অভিযোগ সামনে আসার পরে বার্ক গোটা প্রক্রিয়াটি পুনর্মূল্যায়ন করবে বলে জানিয়েছে।

 

Leave a Reply

error: Content is protected !!